মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : বাংলাদেশের সংবিধান

বাংলাদেশের সংবিধান
বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? – ১১৭।

বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? – ২৫৩টি।

কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? – ১৬ ডিসেম্বর ১৯৭২।

বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন কে? – ড. কামাল হোসেন।

বাংলাদেশের সংবিধান কখন গৃহীত হয়? – ৪ নভেম্বর ১৯৭২।

‘গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার’ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? – ১১ অনুচ্ছেদ।

সংবিধানের কোন অনুচ্ছেদে “ধর্মীয় স্বাধীনতার” কথা উল্লেখ আছে? – ৪১ নং অনুচ্ছেদে।

বাংলাদেশের সাংবিধানিক নাম কী? – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। [Peoples Republic of Bangladesh]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী? – সংবিধান।

সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন? – ৩৪ জন।

সংবিধান প্রণেতা কমিটির প্রধান/সভাপতি ছিলেন কে? – ড. কামাল হোসেন।

সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? – বেগম রাজিয়া বানু।

খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় কবে? – ১২ অক্টোবর, ১৯৭২। (গণপরিষদের ২য় অধিবেশনে)।

খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? – ৪ নভেম্বর, ১৯৭২।

বাংলাদেশের সংবিধান কার্যকর (প্রবর্তন/চালু) হয় কবে? – ১৬ ডিসেম্বর, ১৯৭২।

বাংলাদেশের সংবিধান কতটি অনুচ্ছেদ সম্বলিত? – ১৫৩টি।

পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোনটি? – যুক্তরাষ্ট্রের সংবিধান।

পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোনটি? – ভারতের সংবিধান।

কোন দেশে লিখিত সংবিধান নেই? – ব্রিটেন।

বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি, বিলুপ্ত হয়েছে কোনটি? – ৪টি, দ্বিতীয় তফসিল বর্তমানে বিলুপ্ত।

বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী হয়েছে? – ১৬টি।

সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে? – সুপ্রীম কোর্টকে।

সংবিধানের প্রস্তাবনায় “বিসমিল্লাহির রাহমানির রাহীম” কোন আদেশ বলে সন্নিবেশ হয়? – ১৯৭৮ সালের ২য় ঘোষণাপত্র, আদেশ নম্বর-৪ এর ২য় তফসিল বলে।

কার উপর আদালতের কোন এখতিয়ার নেই? – রাষ্ট্রপতি।

বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম কার নামে পরিচালিত হয়? – রাষ্ট্রপতি।

কোন দেশের কোন লিখিত সংবিধান নেই? – ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন ও নেপাল (অলিখিত সংবিধান প্রচলিত)।

বাংলাদেশের সংবিধান কয়টি ভাগে বিভক্ত? – ১১টি ভাগে (অনুচ্ছেদ ১৫৩টি)।

কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে? – প্রস্তাবনা দিয়ে শুরু এবং ৪টি তফসিল দিয়ে শেষ হয়েছে?

সংবিধানের ব্যাখ্যা বাংলা ও ইংরেজির মধ্যে বিরোধ দেখা দিলে কোনটি গ্রহণযোগ্য হবে? – বাংলা।

বাংলাদেশের সংবিধান থেকে কোন ধারাটি উঠিয়ে দেয়া হয়েছিল? – ১২নং ধারা (১৯৭৮ সালে)।

সংবিধানের ১২নং ধারায় কী উল্লেখ ছিল? – ধর্ম নিরপেক্ষতা।

বাংলাদেশ সংবিধানে পুনরায় ১২নং ধারাটি কবে সংযোজন করা হয়? – ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।

Post a Comment (0)
Previous Post Next Post