সাধারণ জ্ঞান : সংবিধানের মূলনীতি

সংবিধানের মূলনীতি
বাংলাদেশের সংবিধানের মূলনীতি কতটি? – ৪টি।

বাংলাদেশের সংবিধানের (১৯৭২) প্রথম চারটি মূলনীতি কী ছিল? – (ক) ধর্ম নিরপেক্ষতা (খ) জাতীয়তাবাদ (গ) গণতন্ত্র (ঘ) সমাজতন্ত্র।

বাংলাদেশের ১৯৭৮-এর সংবিধানের চারটি মূলনীতি কী? – (ক) আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস (খ) জাতীয়তাবাদ (গ) গণতন্ত্র (ঘ) সমাজতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন।

২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর পর বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি কী? – (ক) ধর্মনিরপেক্ষতা (ইসলাম রাষ্ট্র ধর্ম বহাল এবং অন্যান্য ধর্মের সমমর্যাদা নিশ্চিত করার বিধান) (খ) জাতীয়তাবাদ (গ) গণতন্ত্র (ঘ) সমাজতন্ত্র

বাংলাদেশের সংবিধান কোন ব্যক্তিকে প্রেডিসেন্ট হতে হলে কমপক্ষে তাঁর বয়স কত হবে? – ৩৫ বছর।

বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য ও স্পীকার হতে হলে বয়স কত হতে হবে? – ২৫ বছর।

রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করবেন? – স্পীকারের নিকট।

রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা পদ শূণ্য হলে কে রাষ্টপতির মেয়াদ পালন করবেন? – স্পীকার।

সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্ছ পদমর্যাদার অধিকারী কে? – রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগ করেন? – রাষ্ট্রপতির নিকট।

বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক কে? – রাষ্ট্রপতি।

আইনসভা বা জাতীয় সংসদের সভাপতি কে? – স্পীকার।

সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ কে করেন? – রাষ্ট্রপতি।

কোন কারণে সংসদ ভেঙে গেলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হয়? – ৯০ দিনের মধ্যে।

রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করার কতদিনের মধ্যে পাশ করতে হয়? – ১৫ দিন।

রাষ্ট্রপতি যদি কোন বিল পুনরায় সংসদে সংশোধনের জন্য পাঠায় এবং তা ফেরত আসার কতদিনের মধ্যে পাশ করতে হবে? – ৭ দিন।

রাষ্ট্রপতি কোন্ বিলে সম্মতি দানে বিলম্ব করতে পারবে না? – অর্থ বিল।

কী কী কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব? – শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে।

কী কী কারণে রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব? – সংবিধান লংঘন বা গুরুতর অসদাচরণ।

বাংলাদেশের সংবিধানের সাথে “স্বাধীনতার ঘোষণাপত্র” কবে সংযোজন করা হয়? – ১৯৯৯ সালে।

সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে? – হাইকোর্টকে।

নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে রয়েছে? – তৃতীয় ভাগে।

ইনডেমনিটি অধ্যাদেশ জারি হয় কত সালে? – ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ সালে।

ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল হয় কত সালে? – ১২ নভেম্বর ১৯৯৬ সালে।

জাতীয় সংসদের ন্যায়পাল আইন কবে পাস হয়? – ১৯৮০ সালে।

Post a Comment (0)
Previous Post Next Post